৮ জুলাই, ২০২০ ১৬:৫২

করোনায় দেশে মৃতদের ৭৯ শতাংশের বেশি পুরুষ

অনলাইন ডেস্ক

করোনায় দেশে মৃতদের ৭৯ শতাংশের বেশি পুরুষ

অধ্যাপক নাসিমা সুলতানা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৬ জন মারা গেছেন। এছাড়াও একই সময়ে ৩ হাজার ৪৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দেশে এ পর্যন্ত বৈশ্বিক মহামারী করোনায় দুই হাজার ১৯৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। দেশে যারা করোনায় মারা গেছেন, তাদের মধ্যে ৭৯ দশমিক ২৪ শতাংশ পুরুষ ও ২০ দশমিক ৭৬ শতাংশ নারী।

বুধবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, দেশে গত একদিনে তিন হাজার ৪৮৯ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৭২ হাজার ১৩৪ জনে।

তিনি বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ। যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও আট জন নারী।

এ পর্যন্ত এক হাজার ৭৪১ জন পুরুষ ও ৪৫৬ নারী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শতাংশ হিসেবে ৭৯ দশমিক ২৪ শতাংশ পুরুষ ও ২০ দশমিক ৭৬ শতাংশ নারী।

নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্তদের মধ্যে নতুন দুই হাজার ৭৩৬ জনসহ মোট ৮০ হাজার ৮৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর