৯ আগস্ট, ২০২০ ২৩:৪৬

বাগেরহাটে করোনায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্দীপ বসু চৌধুরী গোপাল (৩৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। 

বাগেরহাট স্বাস্থ্য বিভাগ ও বনগ্রাম ইউপি চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছে।

মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন চন্দ্র দাস জানান, তার ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা ও পশ্চিম জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্দীপ বসু চৌধুরী গোপালের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। দু'সপ্তাহ আগে আইইডিসিআর থেকে সেই রিপোর্টে পজিটিভ আসে। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে এক সপ্তাহ আগে তাকে ঢাকার একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ বাড়িতে এনে রাতেই করোনা স্বাস্থ্যবিধি মেনে দাহ করা হবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর