১২ আগস্ট, ২০২০ ১৯:১৯

কুমিল্লায় করোনায় নতুন করে আক্রান্ত ৭৫

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় করোনায় নতুন করে আক্রান্ত ৭৫

কুমিল্লায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫৮ জনে দাঁড়াল। গত ২৪ ঘন্টায় ১২১ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে চার হাজার ৫৯৯ জন। বুধবার কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

সিভিল সার্জন অফিস জানায়, বুধবার আক্রান্ত ২৯ জন কুমিল্লা নগরীর। অন্যরা হচ্ছেন,চৌদ্দগ্রামের নয়জন ,আদর্শ সদর ও মুরাদনগরের একজন করে,লাকসামের পাঁচজন, মনোরহরগঞ্জ, দাউদকান্দি ও ব্রাক্ষণপাড়ার তিনজন করে, নাঙ্গলকোটের ছয়জন, হোমনা ও সদর দক্ষিণের চারজন করে,তিতাস, চান্দিনা ও দেবিদ্বারের দুইজন করে শনাক্ত হয়েছে। এ দিন কুমিল্লা নগরীতে ১৫জন,চান্দিনা ও নাঙ্গলকোটে সাতজন করে,আদর্শ সদরে তিনজন, বুড়িচংয়ে ও মনোহরগঞ্জ চারজন করে,চৌদ্দগ্রামে ৩৪জন,লালমাইতে ৩০জন ও দেবিদ্বারে ১৭জনসহ ১২১ জন সুস্থ হয়েছে। এ দিন চান্দিনা ও মনোহরগঞ্জে দুইজন মারা যান। এ  পর্যন্ত মোট মারা গেছে ১৫৩জন। জেলায় এ পর্যন্ত ২৮ হাজার ২১৩ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। রিপোর্ট এসেছে ২৭ হাজার ৩০৬ জনের। 

বিডি প্রতিদিন/মজুমদার

 

 

 

সর্বশেষ খবর