পাকিস্তানের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৬ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খাইবার টিচিং হাসপাতালের মুখপাত্র ফরহাদ খান জানান, গত শনিবার রাতে হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী বিক্রেতারা সময়মতো পৌঁছাতে না পারায় ওই রোগীরা মারা যায়।
ফরহাদ খান জানান, পেশোয়ারের দ্বিতীয় বৃহত্তম এই হাসপাতালটি রাওয়ালপিন্ডির এক বিক্রেতার কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার কেনে। হাসপাতাল থেকে রাওয়ালপিন্ডির দূরত্ব ১৯০ কিলোমিটার।
এদিকে প্রদেশটির স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সেলিম ঝাগড়া এই ঘটনায় টুইট করে বলেছেন, হাসপাতালের বোর্ড অব গভর্নরসকে এই ঘটনার তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অক্সিজেন স্বল্পতায় রোগী মৃত্যুর এই ‘ঘটনার সব তথ্য প্রকাশ করা হবে’ বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তৈমুর সেলিম ঝাগড়া।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/আবু জাফর