মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে দেশটিতে করোনা সংক্রমণজনিত কারণে মারা গেছে ২ হাজার ২৪৯। এর আগে ১৭ এপ্রিল এ সংখ্যা ছিল ২ হাজার ২৩২। খবর নিউ ইয়র্ক টাইমসের।
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে মোট ২ লাখ ৮৩ হাজারের মানুষের। দেশটিতে প্রতিদিন ২ লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ছে, যা দুই সপ্তাহ আগের সময়ের তুলনায় ১৫ ভাগ বেশি।
যুক্তরাষ্ট্রে মোট দেড় কোটি মানুষের করোনা শনাক্ত হয়েছে। তবে এর অর্ধেকের বেশি মানুষ সুস্থ হয়ে গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা