ব্রাহ্মণবাড়িয়ায় করোনার প্রকোপ বেড়ে সদর উপজলোয় নতুন ৮ জনসহ জেলায় নতুন ২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন র্পযন্ত ব্রাহ্মণবাড়য়িা জেলায় ২৬৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ২৪৭৭ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করনে। সর্বশেষ জেলায় ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করনে। যার মধ্যে সদর উপজলোয় ৮ জন, আশুগঞ্জ উপজলোয় ১০ জন, নবীনগর উপজলোয় ৫ জন বাঞ্ছারামপুর ৩ জন ও সরাইল উপজলোয় ১ জন।
সর্বশেষ জেলায় ২৬৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১০৭৬ জন, আখাউড়া উপজেলায় ২১৩জন, বিজয়নগর উপজেলায় ৮১জন, নাসিরনগর উপজেলায় ১০৯জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৭১জন, নবীনগর উপজেলায় ৪১৬জন, সরাইল উপজেলায় ১২৫জন, আশুগঞ্জ উপজেলায় ২২৫জন ও কসবা উপজেলায় ২৬৯জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার