ভারতে নিজেদের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চাইলো ‘ভারত বায়োটেক’। হায়দ্রাবাদ-ভিত্তিক এ ওষুধ কোম্পানিটি এরইমধ্যে দেশটির ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে আবেদন করেছে। খবর এনডিটিভি'র।
ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-আইসিএমআর-এর উদ্ভাবিত কো-ভ্যাকসিন বর্তমানে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। ১৮টি শহরের ২২ হাজার স্বেচ্ছাসেবী এই ট্রায়ালে অংশ নেয়।
এদিকে রাশিয়ায় ভ্যাকসিন প্রয়োগ শুরুর পর দেশটির বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। অন্যদিকে, জার্মানিতে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতিমূলক কর্যক্রম। আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে ব্রাজিলের সাও পাওলো শহরে ভ্যাকিসন প্রয়োগের ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ায় সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছার পর দেশটির বিভিন্ন জায়গায় বিতরণের কাজ শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল