গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের বিএনপি দলীয় মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ শহীদ (৪৯) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শহীদ উল্লাহ শহীদ গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের হাজী ইয়াকুব আলী মাস্টারের ছেলে।
গাজীপুর জেলা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, করোনাসহ শারীরিক নানাবিধ জটিলতায় বেশ কিছুদিন ধরেই তিনি ঢাকার উত্তরার হাইকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।
তিনি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে দলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর