করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড ব্রাজিল। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে জানুয়ারি নাগাদ সাত লাখের বেশি ফাইজার ও বায়োএনটেক ভ্যাকসিনের ডোজ পেতে আবেদন করেছে ব্রাজিল। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এদোয়ার্দো পাজেলো এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় বিপর্যস্ত ব্রাজিলে সবাইকে বিনামূল্যে টিকা দেয়া হবে, প্রেসিডেন্ট এমন ঘোষণা দেয়ার পরপরই একথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ১ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে, শনাক্ত ৬৬ লাখের বেশি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ