করোনার হানায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতির মাঝেই আসন্ন বড়দিনের পর করোনা সংক্রমণ আরো বাড়তে পারে সতর্কবার্তা জারি করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তিনি বলেন বড়দিন পরবর্তী করোনা অবস্থা থ্যাংকস গিভিং ডে এর চেয়ে আরো ভয়াবহ হতে পারে।
যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই লাখের মত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে সেই সাথে অন্যান্য রাজ্যে রেকর্ড সংক্রমণ বেড়েছে। জন হপকিন্সের দেওয়া হিসাব অনুযায়ী এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ কোটি ৪৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২ লাখ ৮২ হাজার ৫শ জন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে করোনা মোকাবেলায় মাস্ক পরার মতো বিভিন্ন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে এছাড়াও বিভিন্ন রাজ্য আলাদা পদক্ষেপ নেওয়ায় ভাইরাস মোকাবিলা জটিল হয়ে পড়েছে দেশটিতে।
ড. অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, থ্যাংকসগিভিং ডে’র চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ ছুটি আরো বেশি দীর্ঘ এজন্য পরিস্থিতি আরো বেশি জটিল হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ