শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. রফিকুর রহমান (৬৩) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। বুধবার সকাল ৬টার দিকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এর ৪ ঘণ্টা পর সকাল ১০টার দিকে শেরপুর সদর হাসপাতালে মারা যান তার স্ত্রী আম্বিয়া খাতুন (৫০)।
জানা যায়, বেশ কিছুদিন ধরে রফিকুর রহমান লিভার ও কিডনি রোগসহ নানা জটিলতা ভুগছিলেন। সম্প্রতি তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং করোনা পরীক্ষায় তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
এদিকে, রফিকুরের স্ত্রী আম্বিয়া খাতুনকে দুদিন আগে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তার করোনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। কিন্ত এখনো ফলাফল পাওয়া যায়নি।
রফিকুর শেরপুর শহরের প্রতিষ্ঠিত কসমেটিক ব্যবসায়ী ছিলেন। বুধবার রাত ৮টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাঠে জানাজা শেষে শেরপুর পৌর চাপাতলী কবরস্থানে তাদের দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও রফিকুর রহমানের ছোট ভাই শরিফুর রহমান জানান, তার বড় ভাইয়ের করোনা পজিটিভি ছিল। আর তার ভাবির করোনার নমুনা পরীক্ষার ফলাফল এখনো হাতে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এমআই