গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬১৪ জনে।
আজ বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, জেলায় নতুন করে করোনা আক্রান্ত ২৬ জনের মধ্যে গাজীপুর সদরে ১৬ জন, কালীগঞ্জে ৭ জন, কালিয়াকৈরে ২ জন, শ্রীপুরের ১ জন বাসিন্দা রয়েছেন।
উল্লেখ্য এ পর্যন্ত জেলায় ৬ হাজার ৬১৪ জনে করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৮১ জন। আর মারা গেছেন ৮৭ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর