শিরোনাম
১৮ জানুয়ারি, ২০২১ ০৯:৪৮

করোনা ভীতিতে সঙ্কটে ব্রিটেন, সব সীমান্ত বন্ধ

অনলাইন ডেস্ক

করোনা ভীতিতে সঙ্কটে ব্রিটেন, সব সীমান্ত বন্ধ

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রাণঘাতী করোনাভাইরাস ভীতিতে সঙ্কটে ব্রিটেন। সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির সব সীমান্ত। করোনার এখনো অজানা নতুন স্ট্রেনের ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছন প্রধানমন্ত্রী বরিস জনসন।

একদিকে যেমন করোনাভাইরাস মোকাবিলার জন্য প্রতিষেধক তৈরি হচ্ছে। অন্য দিকে তেমনই ভাইরাস তার রূপ বদলে আরও শক্তিশালী হয়ে উঠছে। ঘটাচ্ছে নতুন সংক্রমণ। করোনার বিভিন্ন মিউটেশনে ভীত বিশ্ববাসী। 

ব্রিটেনেও পরিস্থিতি নতুন করে খারাপ হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন দেশবাসীকে নিরাপদে থাকতে অনুরোধ জানিয়েছেন। সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ঝুঁকি এড়াতে দেশে ঢোকার সমস্ত পথ আপাতত বন্ধ থাকবে। শুধু তাই নয়, দেশে ঢুকেও ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে।

ইউরোপের অন্য দেশগুলোও সংক্রমণের বাড়াবাড়ির জন্য ব্রিটেনের দিকেই আঙুল তুলছে। এ অবস্থায় বরিস জনসন সোমবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।

সূত্র : বিবিসিজিনিউজ

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর