৬ মার্চ, ২০২১ ২১:২৬

বগুড়ায় তিনদিনে করোনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় তিনদিনে করোনায় ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

করোনার হটস্পট খ্যাত বগুড়ায় সংক্রমন প্রায় শূণ্যের কোঠায় নেমে এসেছে। তাই সামাজিক দূরত্ব রক্ষা ও মাস্ক পরিধানের বাধ্যবাধকতা দেখা যাচ্ছে না। তবে এমন অবস্থার মধ্যেও গত তিন দিনে করোনায় আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন।

এদের মধ্যে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাসিন্দা ৭৫ বছর বয়সী এক ব্যক্তি গত বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এবং একই হাপসাতালে গত শুক্রবার জেলার শাজাহানপুর উপজেলার বাসিন্দা সাহাদত হোসেন (৭০) মারা যান বলে সরকারী হিসেবে বলা হয়েছে। 

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত হয়ে জেলায় শুক্রবার পর্যন্ত ২৫২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত ১০ হাজার ১৭ জন, সুস্থ ৯ হাজার ৭৪১জন এবং বর্তমানে চিকিৎসাধীন ২৪ জন। তিনি আরো বলেন, প্রতিদিন আক্রান্তের হার কমছে। 


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর