৭ মার্চ, ২০২১ ১৬:১৮

দেশে এক বছরে করোনা শনাক্ত সাড়ে ৫ লাখ

অনলাইন ডেস্ক

দেশে এক বছরে করোনা শনাক্ত সাড়ে ৫ লাখ

প্রতীকী ছবি

দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ার ঠিক এক বছরের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে গেল। 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬০৬ জন নতুন রোগী। 

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ৮ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। আর মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার ৩ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ। 

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর