সর্বশেষ জানানো ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই পর্যন্ত ৮ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৫ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জনে।
আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়েছে ১১১৭ জন। তাতে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। আজকে দেশে এই সংক্রমণের এক বছর পূর্তি। এই বর্ষ পূর্তির দিতে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটিই বেড়েছে।
দেশে গতকাল করোনায় মারা যায় ১১ জন। আর গতকাল করোনা শনাক্ত হয় ৬০৬ জনের দেহে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ