ব্রিটেনে আরও এক নতুন ধরণের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। নতুন এই আতঙ্ককে 'ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন' বা 'ভিইউআই' বলে চিহ্নিত করা হয়েছে। তবে এই স্ট্রেন নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে ব্রিটেন।
নতুন স্ট্রেনটির সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। যদিও ব্রিটেনেই এর উৎপত্তি বলে প্রাথমিক ধারণা বিজ্ঞানীদের। এই বিষয়ে বিস্তারিত তত্ত্ব হাতে না আসা পর্যন্ত ইংল্যান্ডের জনস্বাস্থ্য দফতর নতুন স্ট্রেনকে ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশনে রাখছে। প্রাথমিক ভাবে বিজ্ঞানীরা এটুকু জানিয়েছেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার স্ট্রেনের সঙ্গে সামঞ্জস্য আছে এই স্ট্রেনটির।
ব্রিটেনে এখনও পর্যন্ত কমপক্ষে ১৬ জনের শরীরে নতুন স্ট্রেনটির অস্তিত্ব মিলেছে। তবে 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন ' বা উদ্বেগজনক স্ট্রেনের তালিকায় না-থাকায় এই স্ট্রেন নিয়ে আতঙ্কের ব্যাপার নেই বলেই আশ্বস্ত করা করেছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য দফতর।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন রকম করোনা ভাইরাসের উপদ্রব দেখা দিয়েছে। এর মধ্যে সব থেকে ভয় জাগিয়ে ছিল 'ব্রিটেন স্ট্রেন'। আবারও ব্রিটেনেই দেখা গেল করোনার নতুন স্ট্রেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির