গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গাভি) এর মাধ্যমে ভারতের তৈরি করোনার টিকার ৪৫ মিলিয়ন ডোজ পাচ্ছে পাকিস্তান। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এ টিকা তৈরি করেছে ভারতের সিরাম ইন্সটিটিউট।
চলতি মার্চ মাসে ভারত থেকে টিকার প্রথম চালান পাকিস্তানে পৌঁছাবে। প্রসঙ্গত, গাভি ভ্যাকসিন অ্যালায়েন্সটি বিশ্বের সব দেশ যাতে টিকা পায় সে লক্ষে কাজ করছে।
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য সচিব আমির আশরফ খাজা জানিয়েছেন, এই মাসেই ভারত থেকে করোনা টিকার প্রথম চালান এসে পৌঁছাবে।
আপাতত চীনের দেওয়া টিকা দিয়ে ফ্রন্টলাইন কর্মী ও বর্ষীয়ান নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে পাকিস্তানে।
বিডি প্রতিদিন/ফারজানা