সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬৭) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা ইয়ার হোসেন মাসুম জানান, গত শুক্রবার (২৬ মার্চ) থেকেই সর্দি ও জ্বরে আক্রান্ত হন হাজী ইয়াছিন মিয়া। সাধারণ জ্বর মনে করে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শনিবার (২৭ মার্চ) তিনি করোনা পরীক্ষা করান। পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের হন। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, বর্তমানে হাজী ইয়াছিন মিয়ার শরীর অনেক দূর্বল। এছাড়াও চিকিৎসক তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। সেগুলোর রিপোর্ট আসলে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানা যাবে। এসময় হাজী ইয়াছিন মিয়ার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা ইয়ার হোসেন মাসুম।
উল্লেখ্য, গত ২৫ মার্চ করোনার টিকা গ্রহণ করেছিলেন হাজী ইয়াছিন মিয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির