সাবেক সংসদ সদস্য (লাকসাম-মনোহরগঞ্জ) ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, দেশের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান আলানা গ্রুপের চেয়ারম্যান কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম ও তার সহধর্মিণী মনিরা আজিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুঠোফোনে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম।
বিডি প্রতিদিন/কালাম