বরিশালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত একজন এবং উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়। অপরজনকে জরুরি বিভাগে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও লাফিয়ে বাড়ছে। মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেও বেড়েছে করোনা শনাক্তের হার। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা।
শের-ই বাংলা মেডেকিল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান জানান, করোনা উপসর্গ নিয়ে মহিউদ্দিন হাওলাদার (৭০) নামে এক ব্যক্তি গত ২৪ মার্চ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। পরদিন পিসিআর ল্যাব পরীক্ষায় তার করোনা পজেটিভ হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
মহিউদ্দিন হাওলাদার বরিশাল নগরীর আলেকান্দা এলাকায় বসবাস করতেন এবং তিনি ঝালকাঠির কাঁঠালিয়া আমুয়া ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
করোনা উপসর্গ নিয়ে গত ২৯ মার্চ দুপুরে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন সদর উপজেলার রামদাসপুরের আ. মজিদ পলোয়ান (৫৬)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে মৃত্যু হয় তার।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে নগরীর বাজার রোডের সুদর্শন রায় (৪১) নামে এক ব্যক্তি আজ নগরীর হাসপাতাল রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখাতে যান। সেখান থেকে তাকে মুর্মূর্ষু অবস্থায় প্রেরণ করা হয় শের-ই বাংলা মেডিকেলের জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে তাকে পাঠানো হয় করোনা ওয়ার্ডে। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুদর্শন। পেশায় শিক্ষক সুদর্শন গত কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন বলে স্বজনদের উদ্বৃতি দিয়ে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের।
বিডি প্রতিদিন/আল আমীন