করোনা সংক্রমণ প্রতিরোধে মিয়ানমার সীমান্ত দিয়ে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করেছে চীন। দেশ দুটির মধ্যে সংযোগকারী সেতুটি দিয়ে চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে কয়েকটি চীনা গণমাধ্যম জানিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী রুইলি শহরে মিয়ানমারের নাগরিকদের করোনা শনাক্তের পরপরই সেতু বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ। লকডাউনও জারি করা হয়েছে শহরটিতে।
নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কেউ মিয়ানমার সীমান্ত পার হলে বা পারাপারে সহযোগিতা করলে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় প্রশাসন। চীনা শহরটির সঙ্গে মিয়ানমারের প্রায় ১৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সেখানে একটি সেতু দিয়েই ৮০ ভাগ বাণিজ্য হয়ে থাকে দেশ দুইটির মধ্যে।
বিডি প্রতিদিন/এ মজুমদার