করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে হংকং, কানাডাসহ বেশ কিছু দেশ ভারত থেকে যাত্রীবাহী বিমান চলাচল নিষিদ্ধ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ইরান।
শনিবার ভারত থেকে ইরানগামী এবং ইরান থেকে ভারতগামী সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। পাশাপাশি পাকিস্তানের যাত্রীবাহী বিমান চলাচলও নিষিদ্ধ করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক বিবৃতিতে বলেছেন, ‘বর্তমানে আমরা করোনার নতুন একটি রূপের হুমকিতে আছি এবং সেটা ভারতের। তাই আমাদের কড়াকড়ি আরোপ করা উচিত। যাতে করে করোনার ভারতীয় রূপ দেশে প্রবেশ করতে না পারে। কারণ, যেকোনো রূপের চেয়ে করোনার এই রূপটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ