আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়ার আগ পর্যন্ত প্রথম ডোজ টিকা প্রদান বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির সমন্বয়ক শাসমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রথম করোনার টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।
বিডি প্রতিদিন/আরাফাত