কুমিল্লার লাকসামে ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪১ জনে। আর এখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১১ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় রবিবার (২৫ এপ্রিল) ১৫টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৫ জনের পজিটিভ ও অন্য ১০টি রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী।
তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৩ হাজার ৯৭টি। এর মধ্যে ৩০৭৯টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ২৪৩৮টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ১৮টি নমুনার রিপোর্ট।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, লাকসামে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দ্রুতই বেড়ে চলেছে, যা উদ্বেগজনক। সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
বিডি প্রতিদিন/আবু জাফর