১১ মে, ২০২১ ১৬:২৪

রাজশাহী মেডিকেল করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস উপসর্গ নিয়ে দু'জনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাসপাতালের ২২ ও ২৯ নম্বর ওয়র্ডে এই দুইজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তাদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ৮৮ জন ভর্তি আছেন। এর মধ্যে ৩৪ জন করোনা পজিটিভ। আর বাকি ৫৪ জনের করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর করোনা আক্রান্তদের মধ্যে আশঙ্কাজক ১২ জনকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর