চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে গত তিনদিনে অন্তত দেড়শ পাসপোর্টধারী বাংলাদেশে ফিরেছেন। এদের মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল আলিম জানান, ভারতে আটকেপড়া বাংলাদেশীরা সরকারি উদ্যোগে গত সোমবার থেকে দেশে ফিরতে শুরু করেছেন। বুধবার দুপুর পর্যন্ত অন্তত দেড়শজন দেশে ফিরেছেন। এদের মধ্যে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগতরা দেশের বিভিন্ন জেলা বাসিন্দা।
তিনি আরো জানান, করোনা আক্রান্ত তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে এবং বাকিদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন