করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসের একটি প্রাথমিক বিদ্যালয়ে করোনার এই ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
কোভিড-১৯ রোগের অতিসংক্রামক বি.১.৬১৭.২ ধরনে আক্রান্ত হলেও সম্প্রতি তারা বিদেশ ভ্রমণে যায়নি।
জানা গেছে, রিডার্স গ্রিন প্রাইমারি স্কুলের দুই শিক্ষার্থী আক্রান্ত হওয়ার পর এখন সেখানকার ১২০টি শিশুর করোনা পরীক্ষা করা হবে।
স্যান্ডওয়েল কাউন্সিলের জনস্বাস্থ্য টিম শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলটির দশকর্মীর করোনা পরীক্ষার কথা জানিয়েছেন।
এ ব্যাপারে স্যান্ডওয়েল কাউন্সিল বলছে, কয়েক সপ্তাহ আগে তাদের করোনা পজিটিভ এসেছে। তখন সংক্রমণ প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাউন্সিলের এক মুখপাত্র বলেন, ইংল্যান্ডের নর্থ ওয়েস্টের বিভিন্ন এলাকায় করোনার ভারতীয় ধরন ব্যাপকভাবে ছড়িয়েছে। এখন এখানেও তা ছড়িয়ে পড়তে পারে। আক্রান্তদের যাতে দ্রুত শনাক্ত করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: বার্মিংহামমেইল
বিডি প্রতিদিন/ ওয়াসিফ