নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১০২ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের র্যাপিড এন্টিজেন পরীক্ষা করে ৫১ জন এবং ৩২ জনের জীন এক্সপার্ট পরীক্ষা করে ১৬ জন করোনা পজেটিভ হয়েছেন। এছাড়া আরপিটিসিতে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৭.০২।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৯৯৯ জন। সুস্থ হয়েছেন ১৫৭৭ জন। মৃত্যু হয়েছে ৪৫ জনের।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উলেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য নাটোরের ৮টি পৌরসভায় আজ সকাল ৬টা থেকে ২৯ জুন সন্ধা ৬টা পর্যন্ত সর্বাত্বক লক ডাউন ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ