২৪ জুন, ২০২১ ০৪:২৮

কিশোরগঞ্জে নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় (বুধবার সাড়ে ৮ টা পর্যন্ত) ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৮৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩৪ জন, হোসেনপুরে ১ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় ৩ জন কটিয়াদীতে ২ জন, ভৈরবে ২ জন ও ইটনায় ৩ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বুধবার রাতে এ তথ্য জানান।

গত ২২ ও ২৩ জুন (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়। তবে ২২ জুন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২২ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৭ জন ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জনসহ মোট ১০৭  জনের রেপিড এন্টিজেন টেস্টে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ জন, সন্দেহজনক করোনায় মৃত্যুবরণ করেছেন ২ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন। 

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হন ২০ জন। এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৮৮৫ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৮৭ জন। 

জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৫ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩১১ জন, হোসেনপুরে ৬ জন, করিমগঞ্জে ১১ জন, তাড়াইলে ১২ জন, পাকুন্দিয়ায় ২২ জন, কটিয়াদীতে ১৭ জন, কুলিয়ারচরে ৯ জন, ভৈরবে ১৩ জন, নিকলীতে ২ জন, বাজিতপুরে ৯ জন ও ইটনায় ৩ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ৩৮৩ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৩২ জন।

২৪ ঘণ্টায় ভ্যাকসিনের জন্য কেউ রেজিস্ট্রেশন করেননি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ২৭ হাজার ৪৮১ জন। ২৪ ঘণ্টায় করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১০ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ২৭৭ জন। উল্লেখ্য, ২৫ এপ্রিল থেকে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর