২৪ জুন, ২০২১ ১৬:৫৫

চাঁপাইনবাবগঞ্জে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৯

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে ২ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে আরটিপিসিআর ল্যাব, র‌্যাপিড এনিটজেন টেষ্ট ও জিন এক্সপার্ট টেষ্টে ৭৮৪ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে মোট গড় শনাক্তের হার ৮.৮০ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২ জন ও রাজশাহী মেডিকেল হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছে। বর্তমানে জেলায় মোট ৩৮০৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ২৪৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১১৯ জন। 


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর