২৪ জুন, ২০২১ ১৭:৪০

গোপালগঞ্জে করোনায় দুইজনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে করোনায় দুইজনের মৃত্যু

গোপালগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। 

বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের সিভিল সার্জন সুজাত আহমেদ জানান এ পর্যন্ত ২৫ হাজার মানুষের নমুনা কালেকশন করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 

তিনি আরও জানান, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শতকরা ২৫ ভাগ। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও জনগণের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে তৃতীয় দিনের লকডাউন কঠোরতায় রুপ নিয়েছে। লকডাউন কার্যকর করতে পুলিশের পক্ষ থেকে জেলা ও উপজেলা সদরের প্রবেশ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। যাতে বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাজার এলাকা, সড়ক, মহাসড়কে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সার্বক্ষণিক টহল রয়েছে। জরুরী সেবা ব্যতিত বন্ধ রাখা হয়েছে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। কেউ কেউ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রয়োজনে-অপ্রয়োজনে শহরে চলাচল করছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর