সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৬ জন। এছাড়াও একই সময়ে আরও একজন করোনা রোগী মারা গেছেন।
গত বছরের মার্চ থেকে এ বছরের ৩ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৬ জন রয়েছেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ২০৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১১০ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ২৩ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ২০৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৮৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৩১ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ৩৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৮১৬ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১০০ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৭ জন ও মৌলভীবাজারে আরও ১৯ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৮৯ জন। এছাড়া এ পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭০৪ জন সুস্থ হয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর