দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। প্রতিটি বেডে এখন রোগী ভর্তি রয়েছে। রোগী বাড়ার সাথে অন্য ওয়ার্ড থেকে বেডের ব্যবস্থা করা হচ্ছে।
এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ উল হক জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৮৩ জন। একই সময়ে দিনাজপুর জেলায় ৫২০টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.১৯ শতাংশ।
একই সময়ে জেলার মধ্যে দিনাজপুর সদরে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জন করোনা পজিটিভ শনাক্ত। আক্রান্তের হার ৩৯.১৩ শতাংশ।
অপরদিকে, জেলায় হোম আইসোলেশনে রয়েছে ২৬০৩ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগীসহ করোনায় ভর্তি রয়েছেন ২০১ জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ২৭২০ জন রোগী। মঙ্গলবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দিনাজপুরে করোনা রোগীর চিকিৎসার জন্যে অক্সিজেন সিলিন্ডার ১২৮৫টি এবং জেলায় ১৫২৪টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ১৯টি, অক্সিজেন কনসেনট্রেটর ২৮ এবং জেলায় ৬৩টি রয়েছে। করোনা আক্রান্ত ১৮৩ জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৫৩৭ জন, ১০৭ জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ ৬৬৩৪ জন। জুন মাসেই করোনায় মৃত্যু ৪৩ জন এবং এ পর্যন্ত জেলায় মৃত্যু ১৮৩ জন।
বিডি প্রতিদিন/আল আমীন