খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০৬ জনে। এছাড়াও একই সময়ে আরও একজন করোনা রোগী মারা গেছেন।
আজ বুধবার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে করোনার চলমান বিধি-নিষেধ অমান্য করায় আজ চার ব্যক্তিকে এক হাজার ৭০০ টাকা জরিমানা এবং খোকন মিঞা নামে এক অটো চালককে ২ দিনের জেলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদরের ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন।
বিডি প্রতিদিন/আবু জাফর