নেত্রকোনার দুর্গাপুরে করোনায় আক্রান্ত হয়ে নজরুল ইসলাম আবু চাঁন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন তার স্ত্রী মিনু আরা বেগম (৬২)।
মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ নিয়ে গেলে বুধবার সকালে তিনি মারা যান। আবু চাঁন দুর্গাপুর উপজেলার মোক্তারপাড়া এলাকার বাসিন্দা এবং দুর্গাপুর বাজারের ব্যবসায়ী। এ নিয়ে নেত্রকোনা জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন শনাক্ত হয়েছে ৪৭ জন। তাদের মধ্যে ২৪ জন নারী ও ২৩ জন পুরুষ। ময়মনসিংহ ল্যাবে ২৮টি নমুনার শনাক্তকৃত ছয়জন। জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১০১ জনের মধ্যে শনাক্ত হয়েছেন ৪১ জন।
শনাক্তদের মধ্যে সদরের ২৬ জন, কলমাকান্দায় চারজন, বারহাট্টায় একজন, আটপাড়ায় দুজন, মদনে একজন, কেন্দুয়ায় চারজন, দুর্গাপুরে আটজন ও পূর্বধলায় একজন। এখন পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো মোট নমুনার সংখ্যা ১৯ হাজার ৯০৫টি। আর শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৪৪ জন।
বিডি প্রতিদিন/এমআই