জামালপুরে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলায় নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও তিন ব্যক্তি মারা গেছেন।
আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২৯৪টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭৩ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ২৭ জন, মেলান্দহ ২ জন, মাদারগঞ্জ ৪ জন, ইসলামপুর ১ জন, সরিষাবাড়ী ৯ জন, দেওয়ানগঞ্জ ২১ জন ও বকশীগঞ্জ উপজেলার ৯ জন বাসিন্দা রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সরিষাবাড়ী উপজেলার মানিকপটল এলাকার ৭০ বছর বয়সী একজন বৃদ্ধ হোম আইসোলেশনে থাকা অবস্থায় নিজ বাড়িতে, একই উপজেলার সাতপোয়া এলাকার ৭০ বছর বয়সী আরেক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে ও মেলান্দহ উপজেলার শাজাদপুর এলাকার ৪২ বছর বয়সী একজন পুরুষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ নিয়ে জেলায় সর্বমোট ৬৮ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, জেলায় সর্বমোট করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ৪৯৯ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫১ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর