২৪ জুলাই, ২০২১ ২০:৩১

আমেরিকা প্রবাসীদের পাঠানো ২৫০টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর ঢাকায়

অনলাইন প্রতিবেদক

আমেরিকা প্রবাসীদের পাঠানো ২৫০টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর ঢাকায়

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমেরিকা প্রবাসীদের পাঠানো ২৫০টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর ঢাকায় এসে পৌঁছেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এসব ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে। এর আগে এসব আইসিইউ ভেন্টিলেটর দিল্লিতে অবস্থান করছিল। 

বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেছিলেন, ‌‘যুক্তরাষ্ট্রে বসবাস করা চার চিকিৎসক নেফ্রোলজিস্ট অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মাসুদুল হাসান, সাবেক সিনিয়র ইউএন কর্মকর্তা মাহমুদ উস শামস চৌধুরী, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান ও কানাডায় বসবাস করা চিকিৎসক আরিফুর রহমানের তত্ত্বাবধানে ভেন্টিলেটরগুলো পাঠানো হচ্ছে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

সর্বশেষ খবর