৩১ জুলাই, ২০২১ ২২:৩৬

নোয়াখালীতে আরও ২২১ জনের করোনা শনাক্ত

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে আরও ২২১ জনের করোনা শনাক্ত

নোয়াখালী জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জন। 

শনিবার করোনা আক্রান্তের তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৭১৮টি নমুনা পরীক্ষা করে ২২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদরে ৫৬, সুবর্ণচরে ১০, হাতিয়ায় ৪, বেগমগঞ্জে ৩৭, সোনাইমুড়ীতে ১৭, চাটখিলে ১৮, সেনবাগে ২১, কোম্পানীগঞ্জে ২২ ও কবিরহাটে ৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০.৭৮শতাংশ।

জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৮১২ জন। যার মধ্যে মারা গেছেন ১৮৪, আর সুস্থ হয়েছেন ৯ হাজার ৬১০ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ১৮ জন। শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৯২জন রোগী।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর