৮ আগস্ট, ২০২১ ১৫:৫৯

ঝিনাইদহে আরও ৪ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আরও ৪ জনের মৃত্যু

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩৭ জন আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ২ জন, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও উপসর্গ নিয়ে সদরে ১ জন মারা গেছে। করোনা ওয়ার্ডে ৫৮ ও আইসোলেশনসহ মোট ভর্তি ১০৭ জন। রবিবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে আসা ১শত ৭৩টি নমুনার ফলাফলের মধ্যে ৩৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২১দশমিক ৩৮ভাগ। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮ হাজার ১শত ৫৫ জনে। এ পর্যন্ত করোনার সাথে লড়াই করে মোট সুস্থ হয়েছেন ৫হাজার ১শত ৮৪জন। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২শত ২৭জন। এরমধ্যে বেশি মৃত্যু হয়েছে সদর উপজেলাতে ১৮০, শৈলকূপায় ১৬, কালীগঞ্জে ১০, কোটচাদপুরে ৬, হরিনাকুন্ডে ৮ ও মহেশপুরে ৭ জন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর