করোনা শনাক্তের দিক থেকে বাংলাদেশ বিশ্বে এখন ২৮তম অবস্থানে রয়েছে। শনাক্তের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে বিশ্বের ২৭টি দেশ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, মোট ১,৫১৯,৮০৫ করোনাভাইরাসে শনাক্ত নিয়ে সংক্রমণের দিক থেকে বিশ্বে এখন বাংলাদেশের অবস্থান ২৮তম। আর ১,৫৮০,৫১৭ শনাক্ত নিয়ে বাংলাদেশের আগে ২৬তম অবস্থানে রয়েছে জাপান। ১,৮৮০,৭৩৪ শনাক্ত নিয়ে বাংলাদেশের আগে ২৩ তম অবস্থানে রয়েছে মালয়েশিয়া। ১,৯২৮,৯৩০ শনাক্ত নিয়ে বাংলাদেশের আগে ২২ তম অবস্থানে রয়েছে ইরাক। ১,৯৫৮,৮০৪ শনাক্ত নিয়ে বাংলাদেশের আগে ২১ তম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস।
কিন্তু সংক্রমণের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও মৃত্যুর সংখ্যার দিক থেকে পিছিয়ে রয়েছে ওই চার দেশ। বাংলাদেশে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ২৬,৬৮৪ জন মানুষ। সেখানে জাপান, মালয়েশিয়া, ইরাক ও নেদারল্যান্ডস এ করোনাক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ১৬,৩৮৭ জন, ১৮,৮০২ জন, ২১,২২০ জন এবং ১৮,০৪৮ জন মানুষ।
এদিকে, বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা এখন ২২ কোটি ২৭ লাখ ৭৭ হাজারের কিছু বেশি।
বিডি প্রতিদিন/আরাফাত