১৯ জানুয়ারি, ২০২২ ১৪:১৮

বরিশালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা, শনাক্তের হার ২৬.৩৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা, শনাক্তের হার ২৬.৩৮ শতাংশ

বরিশালে করোনা শনাক্তের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতের রিপোর্টে ৭২ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ২৬.৩৮ ভাগ।

এর আগে সোমবার রাতের রিপোর্টে ১৭.৭২ ভাগ, রবিবার ১২.২২ ভাগ এবং গত শনিবার রাতের রিপোর্টে ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয়। 

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিমে) করোনা ওয়ার্ডে বিগত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে ২ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে একজন রোগী বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৪ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আজ বুধবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৩ জন রোগী। 

এ নিয়ে আজ সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৭ হাজার ৪৬৮ জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫২ জনের। যার মধ্যে ৪২৮ জনের করোনা পজিটিভ ছিলেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর