ফ্যাশনে প্রতিনিয়ত আসছে নতুন ধারা। আর এই নতুন ধারাকে বরাবরই স্বাগত জানায় তরুণ প্রজম্ম। সেই উপলব্ধি থেকেই তরুণদের সময় উপযোগী ফ্যাশন ভাবনায় ভিন্ন মাত্রার প্রডাক্ট লাইন নিয়ে ইয়াংকের এবারের ঈদ উপস্থাপনায় থাকছে বৈচিত্রের ছোঁয়া।
মেয়েদের বিশেষ কালেকশনে থাকছে ফুলেল মোটিফে ফিউশন প্যাটার্নের পোশাক। এতে রয়েছে ওয়াইড স্লিটেড ও এ লাইন কুর্তি সহ প্যান্ট, এ্যাম্পায়ারের ওয়েষ্ট ড্রেস। এছাড়াও ক্রপ টপস্ এর সাথে স্কার্ট, ফ্রক স্টাইল টপস্, ব্যাট উইং টপস্, কোল্ড সোল্ডার কুর্তি, শার্ট প্যাটার্ন টপস্, লেয়ার্ড স্টাইল কুর্তি, পঞ্চ টপস্, কালিদার কুর্তি সহ বিভিন্ন প্যাটার্ন ভ্যরিয়েশন থাকছে। বটম হিসাবে ল্যাগিংস, পালাজো ও ডেনিম এবং এক্সোসরিজ হিসাবে থাকছে স্কার্ফ, অরনামেন্টস ও পার্স।
ছেলেদের পোশাক সারিতে রয়েছে বিভিন্ন ডিজাইনের ও রঙের স্লিম ফিট পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট ও ডেনিম প্যান্ট। আর এ সকল কালেকশন পাওয়া যাচ্ছে- ইয়াংকের মিরপুর, পুলিশ প্লাজা, বেইলি রোড, সোবহানবাগ ও বসুন্ধরা সিটির দেশী দশ শাখায়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান