দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্ট কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ আনন্দ কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের অ্যাসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম। এছাড়াও রংপুরের বিভাগীয় সেলস্ ইনচার্জ মো. শাহদাৎ হোসেন, দিনাজপুরের এরিয়া ম্যানেজার রাসেল সুমনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে দিনাজপুর অঞ্চলের বসুন্ধরা সিমেন্টের শতাধিক পরিবেশক, রিটেইলার ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ইফতারের আগে দেশ ও মুসলিম উম্মাহসহ বসুন্ধরা গ্রুপের শান্তি ও সমৃদ্ধ কামনা করে মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/হিমেল