গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক লিমিটেড (এসবিএসি)-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসবিএসি’র প্রধান কার্যালয়, মতিঝিলে এ চুক্তি স্বাক্ষর হয়।
এই চুক্তির আওতায় এসবিএসি ব্যাংকের সকল ডিপিএস গ্রাহক গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের টার্ম লাইফ বীমা সেবার আওতাভূক্ত হবেন। গার্ডিয়ান লাইফ-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং এসবিএসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ-এর পক্ষে সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল করিম, হেড অব ব্যাংক অ্যাসুরেন্স আহমেদ ইশতিয়াক মাহমুদ ও আরো অনেক সিনিয়র এক্সিকিউটিভ এবং এসবিএসি’র পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব বিওডি আবু বায়েজিদ এসকে, ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ক্রেডিট মো. আব্দুল মান্নান এবং আরো অনেক সিনিয়র এক্সিকিউটিভসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল