বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার (১০ এপ্রিল) থেকে ই-কমার্স সাইট'র পাশাপাশি দেশজুড়ে সিঙ্গার মেগা, সিঙ্গার প্লাস দোকানসমূহে ব্লেন্ডার, স্যান্ডউইচ মেকার, টোস্টার, গ্যাস বার্নার ও নন-স্টিক প্যানে আকর্ষনীয় অফার নিয়ে ‘সিঙ্গার কিচেন অ্যাপ্লায়েন্স ফিয়েস্তা’ আয়োজন করেছে সিঙ্গার।
সিঙ্গার কিচেন অ্যাপ্লায়েন্স ফিয়েস্তা চলাকালীন সময়ে ব্লেন্ডার, স্যান্ডউইচ মেকার ও টোস্টার ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ২০% মূল্যছাড় পাবেন। এছাড়া, নির্দিষ্ট মডেলের ডাবল বার্নার সিঙ্গার গ্যাস বার্নার এবং নন-স্টিক প্যান একত্রে ক্রয়ের ক্ষেত্রে প্রকৃত ক্রয়মূল্য ৪৭৫০ টাকার উপর ৫০০ টাকা মূল্য ছাড় পাবেন। এই ক্যাম্পেইন চলবে ৩০ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর