সুপিরিওর বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড গ্রাজিডিও ব্র্যান্ডের বাসবার ট্রাংকিং সিস্টেমের (বিবিটি) একমাত্র পরিবেশক হিসেবে হোটেল গোল্ডেন টিউলিপে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলন গ্রাজিডিওর ব্যবস্থাপনা পরিচালক লুকা রিগাজ্জী।
ইতালির গ্রাজিডিও বাসবার ট্রাংকিং সিস্টেমের বিশ্বব্যাপী একটি পরিচিত নাম। এটি বৈদ্যুতিক ক্যাবলের নিরাপদ ও সর্বাধুনিক বিকল্প হিসেবে ব্যাপক পরিচিত। সুপিরিওর বিল্ডার্সের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সভায় সভায় সুপিরিওর বিল্ডার্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান আহসান, পরিচালক রেজভী উল আহসানসহ সুপিরিওর বিল্ডার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৯/আরাফাত