জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্সের আমন্ত্রণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল রবিবার জাপানের উদ্দেশে দেশ ত্যাগ করবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।
জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স আয়োজিত ১৬-১৯ এপ্রিল পর্যন্ত ৮ম সিভিল ইঞ্জিনিয়ারিং কনফারেন্স এশিয়ান রিজন শীর্ষক সেমিনারে যোগ দিবেন আইইবি’র পাঁচ সদস্যের প্রতিনিধি দল। জাপানের টোকিওতে এই সেমিনার শেষে আগামী ২১ এপ্রিল আইইবি প্রতিনিধি দল দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- আইইবি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. হাবিবুর রহমান, আইইবি ফেলো প্রকৌশলী দিদারুল আলম, আইইবি চট্টগ্রাম সেন্টারের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রকৌশলী মোহাম্মদ আলী আশরাফ, আইইবি ফেলো প্রকৌশলী মো. আব্দুল মালেক সিকদার।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৯/আরাফাত