অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডট কম’ (www.othoba.com) এর সাথে এক্সেসরিস হাউস 'এল আমর’ (El Amor) এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এল আমরে’র আমদানিকৃত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন ব্র্র্যান্ডের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিবে অথবা ডট কম।
বিখ্যাত লাইটার ব্র্যান্ড ‘জিপ্পো’ এবং নেপালের জনপ্রিয় পরিবেশ-বান্ধব পণ্য বিক্রেতা ‘টুডেস টেলিগ্রাম’ এর পণ্য পাওয়া যাবে অথবা ডট কমে। এছাড়াও 'ব্ল্যাক' ও 'শিরোনামহীন' এর মত বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডদলের লোগো সংবলিত মার্চেন্ডাইজিং পণ্য যেমন মগ, টি-শার্ট, ক্যাপ প্রভৃতি 'এল আমরে'র মাধ্যমে সংগ্রহ করে অনলাইনে ক্রেতার কাঠে পৌঁছে দেবে 'অথবা ডট কম'।
শনিবার রাজধানীর বাড্ডায় ‘অথবা ডট কম’ এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে অথবা ডট কম' এর হেড অব বিজনেস আজিম হোসেন এবং এল আমরে'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অথবা ডট কম' এর অ্যাসিস্ট্যান্ট বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার শওকত এলাহী, এল আমরে’র বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার সাফা বিনতে মুজিবসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার