মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় বৃহস্পতিবার সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭০তম সাহরাইল বাজার শাখার উদ্বোধন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন, এমপি এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো: আতাউর রহমান প্রধান শাখার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম সঞ্চিয়া বিনতে আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ব্যাংকের জিএম মো. শফিকুল ইসলাম ও মো. আব্দুর রহিম, ডিজিএম ইয়াছমিন বেগম ও মো. আবুল হাসান এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ